সিলিন্ডারটি দোকানের বাইরে ছিল। সড়ক দিয়ে যাওয়ার সময় একটি পিকআপ ভ্যান সেটিকে ধাক্কা দিলে বিস্ফোরণ ঘটে।
Published : 05 Oct 2024, 11:41 PM
ঢাকার কেরানীগঞ্জে একটি খাবরের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজনের প্রাণ গেছে।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে রামেরকান্দা বোর্ডিং মার্কেট এলাকায় ‘ঘরোয়া ফাস্টফুড ও বিরিয়ানি হাউজ’ নামে একটি খাবারের দোকানে এ ঘটনা ঘটে।
কেরানীগঞ্জ ফায়ার স্টেশনের মাস্টার মো. কাজল মিয়া বলেন, তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি। ওই বাজার কেরানীগঞ্জের রোহিতপুর ইউনিয়নে অবস্থিত।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ওই খাবারের দোকানের বাইরে গ্যাস সিলিন্ডার রাখা ছিল। পাশের আঞ্চলিক সড়ক দিয়ে যাওয়ার সময় একটি পিকআপ ভ্যান ওই সিলিন্ডারে ধাক্কা দেয়। এতে বিকট শব্দে সিলিন্ডারটির বিস্ফোরণ ঘটে দোকানে আগুন লেগে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান; কয়েকজন আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ফায়ার স্টেশনের কাজল মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু হয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।