জরিমানার পাশাপাশি তাদের সর্তক করে দেওয়া হয়েছে।
Published : 06 Feb 2025, 10:09 PM
ঢাকার সাভারে অবৈধভাবে গড়ে ওঠা অনুমোদন বিহীন একটি ইটভাটাসহ ছয়টি কারখানা গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।
এ সময় ইটভাটার মালিকের কাছ থেকে ১০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত সাভার উপজেলার আশুলিয়ার রুস্তমপুর ও ভাকুর্তার মুগড়াকান্দা এলাকার এসব অভিযান পরিচালনা করা হয়।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সরকার বলেন, “আশুলিয়ার থানার রুস্তমপুর এলাকার সেভেন স্টার ইটভাটার কোনো অনুমোদন নেই। পরিবেশ, ইটভাটার ছাড়পত্র ও মাটি কাটার ছাড়পত্র কোনটাই নেই।
“তাই ইটভাটাটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তাদের সর্তক করে দেওয়ার পাশাপাশি ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।”
এই ভাটার মালিক আরাফাত হোসেন, মোকসেদ আলী দেওয়ান ও মো. আনিস বলে জানা গেছে।
সেভেন স্টার ইটভাটার ব্যবস্থাপক আকরাম হোসেন ভাটার কোন অনুমোদন নেই স্বীকার করে বলেন, “অনুমোদনের জন্য আবেদনের প্রক্রিয়া চলছে।”
এছাড়া সাভার থানাধীন ভার্কুতার মুগড়া কান্দা এলাকায় পাশাপাশি ৫টি কারখানা গুঁড়িয়ে দেওয়া হয়। এর মধ্যে রয়েছে টায়ার পুরিয়ে ফার্নিস অয়েল তৈরির অবৈধ তিনটি ও কাঠ পুড়িয়ে কয়লা তৈরির দুটি কারখানা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুবকর সরকার বলেন, “এখানে যে পাঁচটি কারখানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে, সেগুলো পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”