২ সেপ্টেম্বর ছাত্রীর বাবা বাদী হয়ে মদন থানায় মামলা করেন।
Published : 08 Sep 2024, 11:28 PM
নেত্রকোণার মদন উপজেলায় মাদরাসা ছাত্রী ধর্ষণের মামলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার গভীর রাতে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দামিয়া ইউনিয়নের চকপাড়া এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে জানান র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির।
গ্রেপ্তার বকুল মিয়া (৫০) মদন উপজেলার মৃত গোলাম হোসেনের ছেলে।
মামলার বরাতে র্যাব জানায়, ২৯ অগাস্ট দুপুরে ওই ছাত্রী বাড়িতে একা ছিলেন। তার বাবা তাকে বাড়িতে একা রেখে বাজারে গিয়েছিলেন। এই সুযোগে বকুল মিয়া ছাত্রীকে আরেকটি বাড়িতে ডেকে নিয়ে যায়। পরে ঘরের দরজা বন্ধ করে গামছা দিয়ে মুখ এবং ওড়না দিয়ে হাত বেঁধে মেরে ফেলার ভয় দেখিয়ে ধর্ষণ করে।
২ সেপ্টেম্বর ছাত্রীর বাবা বাদী হয়ে মদন থানায় মামলা করেন। মামলার পর বকুল মিয়া এলাকা ছেড়ে পালিয়ে যায়।
বকুল মিয়াকে থানায় হস্তান্তর করা হবে বলে জানায় র্যাব।