শতভাগ স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ কার্যক্রম চলছে। অকৃতকার্যদের একটি অংশ হঠাৎ বাইরে এসে চিল্লাচিল্লি শুরু করেছে, বলেন এসপি।
Published : 03 Nov 2024, 01:08 AM
নাটোরে কনস্টেবল নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে পুলিশ লাইন্সের সামনে বিক্ষোভ করেছেন বাদ পড়া আবেদনকারীরা।
শনিবার বিকালে পাঁচটার দিকে পুলিশ লাইন্সের মূল গেইটের সামনে বাদ পড়া অন্তত ৩০-৪০ জন আবেদনকারী বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন।
পরে জেলার এসপি মো. মারুফাত হুসাইন গিয়ে নিয়োগে কোনো ‘অনিয়ম দুর্নীতি হওয়ার সুযোগ নেই’ বলে আন্দোলনকারীদের আশ্বস্ত করে সড়ক থেকে সরিয়ে দেন।
নাটোরে পুলিশ কনস্টেবল পদে ৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। সেখানে আবেদন করেছেন ৪ হাজার ৪০৭ জন।
শনিবার যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিন ছিল বলে জানিয়েছেন, এসপি মারুফাত।
বাদ পড়া প্রার্থীদের বেশ কয়েকজন নাটোরের স্থানীয় একটি সংবাদভিত্তিক ফেইসবুক পেইজের লাইভে অভিযোগ করেন, ‘দালালের মাধ্যমে আর্থিক চুক্তিতে অযোগ্য প্রার্থীদের ডেকে নিয়ে যোগ্য’ ঘোষণা করা হয়েছে। ফলে যোগ্যরা বাদ পড়েছেন।
তবে অনিয়মের অভিযোগ সঠিক নয় দাবি করে এসপি মারুফাত হুসাইন বলেন, “শতভাগ স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ কার্যক্রম চলছে। আজকে অকৃতকার্যদের একটি অংশ হঠাৎ করে বাইরে এসে চিল্লাচিল্লি শুরু করেন। খবর পেয়ে দ্রুত সেখানে ছুটে যাই।”
এ ব্যাপারে রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আলমগীর রহমান স্থানীয় সাংবাদিকদের বলেন, বিষয়টি জানার পর তিনি খোঁজ-খবর নিয়েছেন।
পুলিশ নিয়োগে অনিয়ম করার কোনো সুযোগ নেই বলে দাবি করেন তিনিও।