৫ অগাস্ট মাটিরাঙা উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে আসামিরা তরিকুলকে হত্যার উদ্দেশ্যে হামলা করে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
Published : 05 Sep 2024, 05:10 PM
খাগড়াছড়ির মাটিরাঙায় তারিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে হত্যা চেষ্টা মামলায় সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাবেক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ দুই শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার মাটিরাঙা থানায় তারিকুল ইসলাম নিজে মামলাটি দায়ের করেন বলে ওই থানার ওসি (তদন্ত) মো. শরীফ জানান।
মামলায় সাবেক প্রতিমন্ত্রী ছাড়াও খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র রফিকুল আলম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, মাটিরাঙা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ন মোরশেদ খাঁন, মাটিরাঙা উপজেলার সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলামসহ ১৮৯ জনকে আসামি করা হয়েছে।
এছাড়া আরও ২০-৩০ জন আজ্ঞত পরিচয় ব্যক্তি এ তালিকায় রয়েছেন।
মামলার এজাহারে বলা হয়, গত ৫ অগাস্ট শেখ হাসিনার সরকার পতনের দিন মাটিরাঙা উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে আসামিরা তরিকুলকে হত্যার উদ্দেশ্যে হামলা করে।
“এ সময় আসামিরা ধারালো তাকে অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে। পরে আহত তরিকুল সদর হাসপাতালে চিকিৎসা নিতে গেলেও হামলার হুমকি দেয়। পরে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে বাধ্য হয়।”