ব্রহ্মপুত্রে কিশোরকে বাঁচাতে গিয়ে ঝাঁপ দিল আরেকজন, ২ জনের মৃত্যু

ময়মনসিংহে নদীতে এক কিশোরকে ডুবতে দেখে তাকে বাঁচাতে আরেক কিশোর ঝাঁপ দেয়।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 May 2023, 04:23 PM
Updated : 8 May 2023, 04:23 PM

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে যাওয়া এক কিশোরকে বাঁচাতে গিয়ে নিখোঁজ আরেকজনসহ দুই মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

সোমবার বিকালে উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর বালুরঘাট এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. দেলোয়ার হোসেন।

নিহতরা হলেন উপজেলার বালুরঘাট এলাকার সিরাজুল ইসলামের ছেলে পৃথিবী (১৬) এবং উজানচর নওপাড়া গ্রামের আবদুল কাদিরের ছেলে ফয়সাল আহমেদ (১৪)।

স্থানীয়দের বরাতে দেলোয়ার হোসেন জানান, বিকালে ব্রহ্মপুত্রে নৌকায় করে যাত্রী পারাপার করছিলেন ফয়সাল। এ সময় নদে গোসলে নামা পৃথিবীকে ডুবে যেতে দেখে তাকে বাঁচাতে ঝাঁপ দেয় ফয়সাল। এরপর থেকে তারা নিখোঁজ ছিলেন।

“খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজে নামে। তারা সন্ধ্যা ৭টার দিকে প্রথমে পৃথিবীকে এবং ঘণ্টা খানেক পর ফয়সালের মরদেহ উদ্ধার করেন।”

দুই কিশোরের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে দেলোয়ার হোসেন জানান।