টাঙ্গাইলের আটটি সংসদীয় আসনের মধ্যে চারটিতে বর্তমান সংসদ সদস্যরা আওয়ামী লীগের মনোনয়ন পাননি।
Published : 26 Nov 2023, 11:49 PM
টাঙ্গাইলের আটটি সংসদীয় আসনের মধ্যে চারটিতে বর্তমান সংসদ সদস্যরা আওয়ামী লীগের মনোনয়ন পাননি। এখানে নতুন মুখ এসেছে।
বাদ পড়া সংসদ সদস্যদের মধ্যে টাঙ্গাইলের বহুল আলোচিত ‘খান পরিবারের’ আতাউর রহমান খান এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) রয়েছেন।
এ ছাড়া টাঙ্গাইল-৫ সদর আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন এবং টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে নির্বাচিত সংসদ সদস্য হাসান ইমাম খান ওরফে সোহেল হাজারীও মনোনয়ন পাননি।
বর্তমান সংসদ সদস্যরা যে চারটি আসনে মনোনয়ন পেয়েছেন তারা হচ্ছেন- টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) তানভীর হাসান ওরফে ছোট মনির, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আহসানুল ইসলাম টিটু ও টাঙ্গাইল- (মির্জাপুর) খান আহমেদ শুভ।
এর মধ্যে আব্দুর রাজ্জাক তার আসন থেকে চারবার দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তানভীর হাসান ওরফে ছোট মনির, আহসানুল ইসলাম টিটু ও খান আহমেদ শুভ তাদের নিজ নিজ আসনে দলীয় মনোনয়ন পেয়ে একবার করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
নতুনদের মধ্যে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য কামরুল হাসান খান মনোনয়ন পেয়েছেন। তিনি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি।
টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাহারুল ইসলাম তালুকদার ওরফে ঠান্ডুকে নৌকার মাঝি করা হয়েছে।
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনুপম শাহজাহান জয় আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। তিনি এই আসনের সাবেক সংসদ সদস্য শওকত মোমেন শাহজাহানের ছেলে। ২০১৪ সালে শওকত মোমেনের মৃত্যুর পর অনুপম উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
এ ছাড়া টাঙ্গাইল-৫ (সদর) আসনে যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মামুনুর রশিদ মামুন মনোনয়ন পেয়েছেন।
টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে মনোনয়ন থেকে বাদ পড়েছেন বর্তমান সংসদ সদস্য আতাউর রহমান খান। তিনি এ আসনের সাবেক সংসদ সদস্য শামসুর রহমান খানের ভাই এবং সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খানের বাবা।
শামসুর রহমান খান এ আসন থেকে সাতবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
আমানুর রহমান খান ২০১২ সালের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথম সংসদ সদস্য হন। পরে ২০১৪ সালে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় আমানুর ও তার ভাইয়েরা অভিযুক্ত হন। দীর্ঘসময় আত্মগোপনে থাকার পর আমানুর ও তার ভাই টাঙ্গাইল পৌরসভার তৎকালীন মেয়র সহিদুর রহমান খান মুক্তি আদালতে আত্মসমর্পণ করে জেলও খাটেন। পরে তারা জামিনে মুক্তি পান। এই মামলাটি এখন সাক্ষ্য পর্যায়ে রয়েছে।
২০১৮ সালের একাদশ জাতীয় নির্বাচনে সাবেক ব্যাংকার আতাউর রহমান খান মনোনয়ন পান। এবার মনোনয়ন না পাওয়ার মধ্য দিয়ে দীর্ঘদিন পর ‘খান পরিবারের’ বাইরে কেউ মনোনয়ন পেলেন।
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম ২০১৮ সালের প্রথমবারের মত মনোনয়ন পেয়ে টাঙ্গাইল-৮ (সখীপুর ও বাসাইল) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এবার তিনি মনোনয়ন পাননি।
টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য হাসান ইমাম খান ২০১৮ সালের জানুয়ারিতে উপনির্বাচনে প্রথমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হন। সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী সংসদ থেকে পদত্যাগ করায় আসনটি শূন্য হয়েছিলো। একই বছর ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি দ্বিতীয়বারের মত নির্বাচিত হন।
টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন ২০১৪ ও ২০১৮ সালে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।