খুলনা বন বিভাগগের একটি দল আসছে, তারা কুমিরটি নিয়ে যাবেন, বলেন শৈলকুপার ইউএনও।
Published : 12 Mar 2025, 11:57 PM
দেড় মাস ধরে রাজবাড়ী, কুষ্টিয়া ও ঝিনাইদহ দিয়ে বয়ে যাওয়া গড়াই নদীতে একাধিক কুমির ভেসে উঠতে দেখার কথা বলছিলেন স্থানীয় বাসিন্দারা, তার মধ্যে একটি ধরা পড়েছে।
বুধবার রাত ৮টার দিকে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নলখোলা এলাকায় গড়াই পাড়ে ধরা পড়ে কুমিরটি।
প্রত্যক্ষদর্শী রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাঝাইল ইউনিয়নের কেওয়া গ্রামের শিপন আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের গ্রামের মোহনের ঘাট থেকে চার কিলোমিটার দূরে নলখোলায় কুমিরটি ধরা পড়ার খবর পেয়ে তারা কয়েকজন সেখানে যান। কুমিরটি দেখার জন্য শত শত মানুষ ভিড় করেছিল।
স্থানীয় লোকজনের বরাতে তিনি বলেন, কুমিরটি নদীর পাড়ে উঠে এসেছিল। সে সময় নদীতে থাকা জেলেরা কুমির দেখে চিৎকার করলে এলাকার লোকজন ছুটে এসে সেটিকে আটক করে।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা-ইউএনও স্নিগ্ধা দাস কুমির ধরা পড়ার বিষয়টি নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খুলনা বন বিভাগকে জানানো হয়েছে। বন বিভাগের একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। তারা এসে কুমিরটি নিয়ে যাবেন বলেছেন।