‘স্বপ্নযাত্রা’ অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নত করার লক্ষ্যে কাজ করছে।
Published : 06 Jan 2025, 05:24 PM
খুলনার পাইকগাছা উপজেলায় ৪০০ দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নযাত্রা’।
উপজেলার সোলাদানা ইউনিয়নের বেতবুনিয়া কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গণে শুক্রবার দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, সংগঠনটির নতুন দায়িত্বপ্রাপ্ত কার্যনির্বাহী কমিটির বছরব্যাপী কর্মপরিকল্পনার অংশ হিসেবে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে ছয়টি গ্রামের প্রায় ২৮০ জন নারী, ৯৫ জন পুরুষ এবং ২৫ জন শিশুসহ মোট ৪০০ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়।
মেডিসিন বিশেষজ্ঞ শিমুল অধিকারী, সঞ্জয় কুমার এবং গাইনি বিশেষজ্ঞ উম্মে হাবীবার নেতৃত্বে সাত সদস্যের একটি দল এই ক্যাম্প পরিচালনা করেন। তাদের সহযোগিতা করেন সংগঠনের স্বেচ্ছাসেবীরা।
আয়োজকরা জানান, ‘স্বপ্নযাত্রা’ সংগঠনটি ২০২০ সালের অক্টোবরে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছর দুঃস্থ ও অসহায়দের মাঝে খাদ্য, শীতবস্ত্র ও চিকিৎসা সেবাসহ নানা জনকল্যাণমূলক কাজ করছেন সংগঠনের সদস্যরা।
‘স্বপ্নযাত্রা’ অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নত করার লক্ষ্যে কাজ করছে।