জয়পুরহাটে ট্রাক-ভ্যান সংঘর্ষে নানা-নাতি নিহত

ট্রাক ও অটোভ্যানকে মুখোমুখি সংঘর্ষে ধাক্কা দিলে ঘটনাস্থলে নানা-নাতি নিহত হন।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2022, 05:10 PM
Updated : 23 Sept 2022, 05:10 PM

জয়পুরহাটের কালাই উপজেলায় ট্রাকের সঙ্গে অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নানা ও নাতি নিহত হয়েছেন।

কালাই থানার ওসি মঈনুদ্দীন জানান, শুক্রবার সন্ধ্যায় পাঁচশিরা মোলামগাড়ী সড়কের মহিরোম গ্রামের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কালাইয়ের পুনট ইউনিয়নের শিকটা উত্তরপাড়া গ্রামের প্রয়াত অছির উদ্দিনের ছেলে নুরুল ইসলাম (৬৫) এবং তার নাতি একই গ্রামের মাহমুদুল হোসেনের ছেলে শাকিব হোসেন (৫)। 

ওসি মঈনুদ্দীন জানান, সন্ধ্যায় একটি ব্যাটারিচালিত অটোভ্যানযোগে মোলামগাড়ীহাট থেকে শিকটা গ্রামে যাচ্ছিলেন। পথে মহিরম এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের অটোভ্যানকে মুখোমুখি ধাক্কা দিলে ঘটনাস্থলে নানা-নাতি নিহত হন।

ওসি জানান, তবে দুর্ঘটনার পর ট্রাক আটক করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে যায়। চালককে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।