এ ঘটনায় নিহতের ছেলেকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।
Published : 22 Jan 2024, 11:54 PM
বগুড়ার ধুনট উপজেলায় ছেলের লাঠির আঘাতে এক বৃদ্ধ মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। ওই ছেলে মানসিকভাবে অসুস্থ বলে দাবি স্বজনদের।
সোমবার রাত ৮টার দিকে ধুনট সদর ইউনিয়নের চালাপাড়া চৈতারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ধুনট থানার ওসি সৈকত হাসান।
নিহত আব্দুল মান্নান সরকার (৬০) ওই এলাকার প্রয়াত মজিবর রহমানের ছেলে। তার ছেলের নাম খোকন সরকার (২৫)।
সদর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য (ইউপি) মজনু মিয়া বলেন, “খোকন দীর্ঘদিন বিদেশে ছিলেন। এরপর দেশে ফিরে এসে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন।
“রাতে শুনতে পাই, খোকন তার বাবাকে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলেছেন। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।”
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে; এ ঘটনায় নিহতের ছেলেকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি সৈকত।