আটক যুবক দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলায় নকল সিগারেট বিক্রি করে আসছিলেন বলে জানায় র্যাব।
Published : 01 Jan 2024, 07:39 PM
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় কভার্ড ভ্যানভর্তি নকল সিগারেট জব্দ করেছে র্যাব। এ সময় এক কারবারিকে আটক করা হয়েছে।
রোববার রাতে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গার রামারচর এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন র্যাব-১২ সিরাজগঞ্জের কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান।
আটক রুহুল আমিন ইসলাম শুভ (৩০) রাজশাহীর বোয়ালিয়া উপজেলার বালিয়াপুকুর এলাকার ইউনুস আলীর ছেলে।
সোমবার দুপুরে সংবাদমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে ইলিয়াস খান জানান, রোববার রাতে মহাসড়কের রামারচর এলাকায় চেকপোস্ট বসায় র্যাব। এ সময় নাটোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি কভার্ড ভ্যান তল্লাশি করা হয়।
কভার্ড ভ্যানে পাওয়া ৬২টি কার্টুনের ভেতর থেকে ডার্বি ও স্টার ব্রান্ডের ১২ লাখ ৩০ হাজার নকল শলাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক ব্যক্তির কাছ থেকে একটি মোবাইল ফোন, দুটি সিম কার্ড, নগদ ১২ হাজার টাকা এবং কভার্ড ভ্যানটি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রুহুল আমিন দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় নকল সিগারেট বিক্রি করে আসছিল বলে র্যাবকে জানায়।