অধ্যক্ষের শ্যালকের প্রক্সি দিতে গিয়ে মাদ্রাসা শিক্ষার্থী আটক

এ ঘটনায় প্রকৃত পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

নরসিংদী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2023, 04:45 PM
Updated : 27 May 2023, 04:45 PM

নরসিংদীর রায়পুরায় একটি মাদ্রাসার অধ্যক্ষের শ্যালকের দাখিল পরীক্ষার প্রক্সি দিতে এসে এক শিক্ষার্থী আটক হয়েছে।

শনিবার সকালে উপজেলার সৈয়দপুরের একটি মাদ্রাসা কেন্দ্র থেকে তাকে আটক করা হয় বলে ইউএনও মো. আজগর হোসেন জানান। এদিন মাদ্রাসা শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া ইংরেজি প্রথমপত্রের পরীক্ষা ছিল।

এ ঘটনায় প্রকৃত পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

ইউএনও জানান, রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র যাচাই-বাছাই করে সন্দেহ হয়। পরে তাকে ডেকে জিজ্ঞাসা করা হলে সে প্রক্সি দিতে আসার কথা স্বীকার করে।

ওই মাদ্রাসার কেন্দ্র সচিব তাজ উদ্দিন বলেন, অন্য শিক্ষার্থীদের মাধ্যমে প্রিন্সিপালের শ্যালকের পরিবর্তে এতদিন ওই শিক্ষার্থী পরীক্ষা দিয়ে আসছিল বলে তিনি শুনেছেন।

তিনি আরও বলেন, “এ কেন্দ্রে ১১টি মাদ্রাসার শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। প্রত্যেক শিক্ষার্থীকে যাচাই করার মত সুযোগ আমাদের নেই। নিজ নিজ মাদ্রাসার প্রধানরা এসে তাদের পরীক্ষার্থী নিশ্চিত করে আমাদের কাছে স্বাক্ষর করে যান।”

ইউএনও মো. আজগর হোসেন বলেন, প্রাপ্তবয়স্ক না হওয়ায় মোবাইল কোর্টের আওতায় আনা সম্ভব হয়নি।

তবে তার বিরুদ্ধে পাবলিক পরীক্ষার প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।