ইজতেমায় আরও ৩ জনের মৃত্যু

আয়োজক কমিটি বলছে, বার্ধক্যজনিত কারণে তাদের মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Jan 2023, 07:54 AM
Updated : 14 Jan 2023, 07:54 AM

টঙ্গীর বিশ্ব ইজ‌তেমায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। যাদের নিয়ে প্রথম পর্বে মৃতের সংখ্যা দাঁড়াল ছয়ে।

বিশ্ব ইজতেমার আয়োজক কমিটির সদস্য প্রকৌশলী আব্দুন নূর জানান, শুক্রবার রাত ৯টা থেকে শনিবার দুপুর পর্যন্ত বার্ধক্যজনিত কারণে আরও তিনজনের মৃত্যু হয়েছে।

এরা হলেন-খুলনার ডুমুরিয়া থানার মলমলিয়া গ্রামের মোবারক হোসেনের ছেলে মোফাজ্জল হোসেন (৭০), চট্টগ্রামের রাউজান সদরের আব্দুর রশিদের ছেলে আব্দুর রাজ্জাক (৭০) ও নরসিংদীর মনোহরদী থানার মাছিমপুর এলকার রহমতুল্লাহর ছেলে মো. হাবিবুর রহমান হবি (৭০)।

এর আগে ইজতেমায় আসা ঢাকার যাত্রাবাড়ীর আক্কাস আলী (৫০) শুক্রবার বিকালে এবং গাজীপুরের আবু তৈয়ব (৯০) ও সিলেটের নুরুল হক (৬৩) বৃহস্পতিবার সকালে মারা যান।

ইজতেমা ময়দানের লাশের জিম্মাদার মাওলানা মোহাম্মদ শাকের বলেন, শুক্রবার রাত ৯টায় মোফাজ্জল হোসেন ও আড়াইটার দিকে আব্দুর রাজ্জাক মারা যান। আর শনিবার সকাল সাড়ে ৭টায় মারা যান হাবিবুর রহমান।

“তারা প্রত্যেকেই বার্ধক্যজনিত কারণে মারা গেছেন।”

ইজ‌তেমা ময়দা‌নে তিনজনের জানাজা শে‌ষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

Also Read: বিশ্ব ইজতেমায় আরেকজনের মৃত্যু