বরিশালে স্ত্রীকে ভিডিও কলে রেখে তরুণের আত্মহত্যা

পুলিশ বলছে, ফেইসবুকে স্ত্রীর নেকাব ছাড়া ছবির একটি ভুয়া আইডি দেখে ‘মন খারাপ হয়েছিল’ ওই তরুণের।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 March 2023, 08:41 AM
Updated : 12 March 2023, 08:41 AM

বরিশালের উজিরপুরে স্ত্রীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক তরুণ।

শনিবার রাতে উপজেলার দক্ষিণ মাদার্শী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

আত্মহননের পথ বেছে নেওয়া রিফাত মজুমদার (২২) পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাইশঘর এলাকার ফোরকান জমাদ্দারের ছেলে। বরিশাল নগরীর বেসরকারি ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটে পড়তেন তিনি।

উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. তৌহিদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রিফাতের বাবা ঢাকায় গাড়ি চালকের পেশায় আছেন। রিফাত ও তার বোনকে নিয়ে তাদের মা নানাবাড়ি উজিরপুর উপজেলার মাদার্শী এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন।

বাবুগঞ্জের রহমতপুর কৃষি ইনষ্টিটিউটের এক ছাত্রীর সাথে প্রেম করে পালিয়ে বিয়ে করেন রিফাত। তার পরিবার বিষয়টি মেনে নিলেও মেয়ের পরিবার বিয়ে মেনে নেয়নি। স্ত্রী বরিশাল নগরীতে খালার বাসায় এবং রিফাত উজিরপুরে থাকছিলেন।

পরিদর্শক তৌহিদ বলেন, “ফেইসবুকে মেয়েটির নেকাব ছাড়া ছবি দেওয়া আইডি পেয়ে এক বন্ধু রিফাতকে জানায়। রিফাত তখন তার স্ত্রীকে জিজ্ঞাসা করলে মেয়েটি জানায়, ওটা ভুয়া অ্যাকাউন্ট। তারপরও রিফাত মন খারাপ করে ছিল বলে মেয়েটি আমাদের জানিয়েছে। 

“রিফাতের মা ঢাকায় তার স্বামীর বাবার কাছে গিয়েছিল। তাই গতকাল রিফা বাসায় ছিল একা। মেয়েটি জানিয়েছে, রাত ১০টার দিকে তাকে মেসেঞ্জারে ভিডিও কল দেয় রিফাত। সে বলে, ‘বাবা-মাও ভালবাসে না, তুমিও ভালবাসো না। তারপর সে গলায় ফাঁস দিতে টেবিলের ওপর ওঠে।

“মেয়েটি তখন রিফাতের এক বন্ধুকে বিষয়টি জানিয়ে উজিরপুরের উদ্দেশ্যে রওনা দেয়। রিফাতের বন্ধুরা এসে তাকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।”

পরিদর্শক তৌহিদুজ্জামান বলেন, পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।