“বজ্রপাতের শব্দে তিনি ঘটনাস্থলেই মারা যান।”
Published : 27 Apr 2025, 01:27 PM
নোয়াখালীর সদর উপজেলায় বজ্রপাতে এক গাছকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার বেলা পৌনে ১১টায় উপজেলার নোয়াখালী ইউনিয়নের সল্যাঘটাইয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে সুধারাম মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম জানান।
নিহত নুরুল আমিন কালা (৪২) নোয়াখালী ইউনিয়নের জালিয়াল গ্রামের নূর আহমেদ ছেলে।
ওয়াজেদ মহান নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, “চার শ্রমিক জালিয়াল গ্রামের দালাল বাড়িতে গাছ কাটার কাজ করছিলেন। এ সময় বিকট শব্দে একটি বজ্রপাত হলে তিন শ্রমিক দৌঁড়ে নিরাপদে চলে যেতে পারলেও নুরুল আমিন পারেননি।
“বজ্রপাতের শব্দে তার হৃদক্রিয়া বন্ধ হয়ে যায়, চোখ ও কান দিয়ে রক্তক্ষরণ হয় এবং তিনি ঘটনাস্থলেই মারা যান।”
বজ্রপাতে মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি কামরুল ইসলাম জানান।
নোয়াখালী আওহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেছেন, জেলা শহর মাইজদীতে রোববার সকাল ৯টা থেকে তিন ঘণ্টায় ২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সারাদিন থেমে থেমে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকবে।
গত কয়েক দিনের অসহনীয় তাপদাহের পর সকালের বৃষ্টিতে আবহাওয়া অনেকটা শীতল হয়েছে। এতে জনজীবনে স্বস্তি ফিরলেও জমি থেকে পাকা বোরো ধান কাটা, মাড়াই দেওয়া ও শুকিয়ে ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক।