“সম্প্রতি মেয়ে অসুস্থ হলে তাকে পরীক্ষা-নিরীক্ষা করে অন্তঃসত্ত্বা বলে জানতে পারি”, বলেন ওই কিশোরীর মা।
Published : 01 Mar 2025, 03:42 PM
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় বিয়ের আশ্বাস দিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত যুবককে তার বাসর ঘর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবার করা মামলায় শুক্রবার ওই যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. ওবায়দুর রহমান।
গ্রেপ্তার আবুল কালাম কালাম (২৬) উপজেলার একটি গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী কিশোরী বাড়িও একই গ্রামে।
ভুক্তভোগীর পরিবারে দাবি, ১৬ বছরের মেয়েকে গ্রামে বাবার কাছে রেখে মা ঢাকায় চাকরি করেন। পাশাপাশি বাড়ি হওয়ায় প্রায় ওই কিশোরীর বাড়িতে যাওয়া-আসা করতেন কালাম। চার মাস আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
ওই কিশোরীর মা বলেন, “বিয়ের আশ্বাস দিয়ে মেয়েকে একাধিকবার ধর্ষণ করেন কালাম। সম্প্রতি মেয়ে অসুস্থ হলে তাকে ডাক্তারের কাছে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে অন্তঃসত্ত্বা বলে জানতে পারি।”
পুলিশ জানায়, বুধবার পার্শ্ববর্তী গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের এক তরুণীর সঙ্গে কালামের বিয়ের খবর পাওয়া যায়। বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার ওই কিশোরীর বাবা ঈশ্বরগঞ্জ থানায় কালামের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।
অভিযোগ পাওয়ার পর রাত ৩টার দিকে অভিযান চালিয়ে বাসরঘর থেকে কালামকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি ওবায়দুর রহমান।
তিনি বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে কালাম ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন। পরে কালামকে আদালতে পাঠানো হয়। সেইসঙ্গে ভুক্তভোগী কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।”