নারায়ণগঞ্জের ফতুল্লার ঘটনার প্রতিবাদ জানিয়ে সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়েছে বাংলাদেশ বাউল সমিতি।
Published : 08 Jan 2025, 10:53 PM
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাউল গানের আসর বন্ধ করে দিয়ে সেখান থেকে বাদ্যযন্ত্র জব্দ করে থানায় নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
বুধবার সন্ধ্যায় মুচলেকা দিয়ে বাদ্যযন্ত্রগুলো ফেরত পাওয়ার কথা বলেছেন বাংলাদেশ বাউল সমিতির ফতুল্লা শাখার সভাপতি দেওয়ান রাসেল প্রধান।
তিনি জানান, মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনূর আলমের নেতৃত্বে একদল পুলিশ বাদ্যযন্ত্রগুলো জব্দ করে নিয়ে যান।
তবে ওসি শাহীনূরের দাবি, “বাউল গানের আড়ালে কড়ইতলা এলাকার ওই স্থানে অসামাজিক কার্যকলাপ চলে। এ ছাড়া সেখানে মাদকসেবী ও ছিনতাইকারীদের আড্ডা বসে বলে পুলিশের কাছে অভিযোগ রয়েছে।”
এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সংগঠনটির ফতুল্লা থানা শাখার পক্ষ থেকে সংবাদ মাধ্যমে বিবৃতি দেওয়া হয়েছে।
বাউল শিল্পী দেওয়ান রাসেল বলেন, “রাতে বাউল চর্চা কেন্দ্রে বাউলদের নিয়ে গান করছিলাম। এ সময় সিদ্ধিরগঞ্জ থানার ওসি ফোর্সসহ সমিতিতে আসেন। ওসি আমাদের গান বন্ধ করে দিয়ে সঙ্গীত সরঞ্জাম ঢোল, হারমোনিয়া, প্যাড, ড্রাম জব্দ করে নিয়ে যান। তখন ওসির কাছে জানতে চাই আমাদের বিরুদ্ধে অভিযোগ কী?
“জবাবে ওসি বলেন, ‘রাতে বাউল গানের আসর বসার ফলে সড়কে চুরি, ছিনতাই ও মাদকসেবীদের উৎপাত বেড়ে যাচ্ছে। চাইলে দিনভর গান করা যাবে কিন্তু রাতে গানের আসর বসানো যাবে না’।”
বুধবার সন্ধ্যায় থানায় গিয়ে সাদা কাগজে মুচলেকা দিয়ে বাদ্যযন্ত্রগুলো ফেরত আনা হয় বলে জানান দেওয়ান রাসেল।
এ বিষয়ে যোগাযোগ করা হলে ওসি শাহীনূর বলেন, “শহরে চুরি, ছিনতাই, মাদক বেড়ে গেছে। বিভিন্ন প্রতিবেদন থেকে আমরা জেনেছি রাত ২টা থেকে ৩টা পর্যন্ত বাউল গানের নামে সেখানে অসামাজিক কার্যক্রম চলে। চোর, ছিনতাইকারীসহ অপরাধীরা এসব আসরে বসে থাকেন। পরে সুবিধামত সময়ে তারা অপরাধ সংগঠিত করেন।
“তাদের বলেছি, বাউল গান নিয়ে কোনো আপত্তি নেই। আপনারা যদি এই নিশ্চয়তা দিতে পারেন, যে আসরে কোনো চোর, ছিনতাইকারী যাবে না, তাহলে গানের আসর চলতে পারে।
“তারা তখন বলেন, ‘আমরা কীভাবে তার নিশ্চয়তা দেব।’ আমরা তখন তাদের গানের আসর বন্ধ রাখতে বলেছি। বাদ্যযন্ত্র জব্দ করিনি। থানায় নিয়ে এসেছিলাম, পরে দিয়ে দিয়েছি।”
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, “বাউল গানের আসর নিয়ে স্থানীয় লোকজনের বিভিন্ন অভিযোগ আমরা পেয়েছি। তবে, বাউল গানের আসর বন্ধ করার পক্ষে নই।
কিন্তু গানের আসরকে কেন্দ্র করে কোনো ‘পাবলিক নুইসেন্স’ যাতে না ঘটে সে ব্যাপারে আয়োজকদের সতর্ক থাকার কথা বলেছেন তিনি।
'তৌহিদী জনতা'র আপত্তির মুখে নারায়ণগঞ্জে এবার আটকাল 'লেংটার মেলা'