পুলিশ বলছে, ঘটনার পর থেকে ভাড়াটিয়া বাবলার কোনো সন্ধান মেলেনি। সে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
Published : 31 Oct 2024, 02:15 PM
যশোর সদর উপজেলায় নিজ ঘর থেকে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে; যাকে তার ভাড়াটিয়া হত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ।
যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) দেবাশীষ রায় জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শেখহাটি গ্রামের অদর্শপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করেন তারা।
নিহত ৫৫ বছর বয়সী শাহানারা বেগম ওই গ্রামের ইজিবাইক চালক আতিয়ার রহমানের স্ত্রী।
পরিবারের সদস্যদের বরাতে ওসি রাজ্জাক বলেন, “আতিয়ার বুধবার সন্ধ্যায় বাড়ির তালা গেটে দেখে পাশে ছেলের বাড়িতে যান। কিন্তু রাতভর স্ত্রীকে বাড়িতে ঢুকতে না দেখে সকালে পাচিল টপকে ভেতরে ঢোকেন তিনি। তখন ভাড়াটিয়া বাবলার ঘরেও তালা দেখতে পান।
“পরে শাহানার ঘরের তালা ভাঙা হলে ভেতরে তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।”
নিহতের কান, গলা ও নাকের স্বর্ণালংকার ‘হত্যাকারী’ খুলে নিয়ে গেছে জানিয়ে পুলিশের এ কর্মকর্তা বলেন, ঘটনার পর থেকে ভাড়াটিয়া বাবলার কোনো সন্ধান মেলেনি। সে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
নিহতের ছেলে ইউসুফ জানান, ভাড়াটিয়া বাবলার বাড়ি যশোর সদরের তালবাড়িয়া গ্রামে। পেশায় ইজিবাইক চালক বাবলা তিন মাস আগে তাদের বাড়ির একটি ঘর ভাড়া নেন। কিছুদির পর থেকেই তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আসতে থাকে।
ইউসুফ বলেন, “সম্প্রতি বাবলাকে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যান। এসব কারণে তাকে ঘর ছেড়ে দিতে বলেন মা। এ নিয়ে মায়ের সঙ্গে কথা কাটাকাটিও হয়। এর জের ধরে বাবলা মাকে হত্যা করে সোনার গহনা লুটে নিয়ে পালিয়েছে।”
পরিদর্শক দেবাশীষ বলেন, ভাড়াটিয়া ওই নারীকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দেয়নি পরিবারের কেউ।