শহরের স্টেডিয়াম পাড়ার বাসা থেকে তাকে আটক করা হয়।
Published : 07 Jun 2024, 05:16 PM
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের এক নেতাকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা আটক করেছে।
শহরের স্টেডিয়াম পাড়ার বাসা থেকে বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয় বলে ঝিনাইদহ সদর থানার ওসি মো. শাহীন উদ্দিন জানান।
কাজী কামাল আহমেদ বাবু ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক।
কামালকে আটকের কারণ জানতে চাইলে ওসি শাহীন বলেন, ঢাকা থেকে আসা ডিবির একটি টিম তাকে বাসা থেকে আটক করে ঢাকা নিয়ে গেছে।
“কেন বা কোন মামলায় তাকে আটক করা হয়েছে তা বলতে পারবো না।”
এর আগে বুধবার কামাল আহমেদের তিনটি মোবাইল ফোন হারিয়ে যায়। এ ঘটনায় সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে বলে জানান শাহীন উদ্দিন।