এ ঘটনায় এক কীটনাশক ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
Published : 17 Oct 2024, 07:21 PM
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় প্রায় ‘পাঁচ কোটি টাকার’ নিষিদ্ধ বালাইনাশক জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ ঘটনায় এক কীটনাশক ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার হরিণপালা গ্রামের কীটনাশক ব্যবসায়ী আব্দুস সালামের বসতবাড়ির গুদাম থেকে এসব জব্দ করা হয় বলে জানান পিরোজপুরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পণ্য নিরাপত্তা কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম।
দণ্ড পাওয়া মো. আব্দুস সালাম ওই এলাকার আল-মদিনা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী।
সিরাজুল ইসলাম জানান, ১০ বছর আগে কৃষিতে ক্ষতিকর ডায়াযনীন-১০ ও বাসুডিন-১০ সহ বেশ কিছু বালাইনাশক পাউডার নিষিদ্ধ করে সরকার। এরপরও কিছু অসাধু ব্যবসায়ী এসব ওষুধ মজুদ করে কৃষকের মাঝে সরবরাহ করে আসছিল।
গোপন খবর পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের উপ-পরিচালক দেবশীষ রায়ের নেতৃত্বে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ বালাইনাশক উদ্ধার করা হয়; যায় মূল্য প্রায় প্রায় ৫ কোটি টাকা বলে জানান তিনি।
তিনি বলেন, কীটনাশক ও সার ব্যবসায়ী আব্দুস সালাম যশোরের অভয়নগর উপজেলার ‘মেসার্স নবী এন্টারপ্রাইজ’ থেকে নিষিদ্ধ এসব বালাইনাশক সংগ্রহ করে নিজ গুদামে মজুদ করে স্থানীয় কৃষকদের মাঝে সরবরাহ করে আসছিলেন।
পরে ওই ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা এবং জব্দ করা বালাইনাশক পুড়িয়ে নষ্ট করা হয় বলে জানান দেবশীষ রায়।