এর আগে ২৬ জানুয়ারি এ জেলায় এনআরবিসি ব্যাংকের ভল্ট ভেঙে নয় লাখ টাকা চুরির ঘটনা ঘটে।
Published : 13 Jun 2024, 04:13 PM
আইএফআইসি ব্যাংকের বগুড়া সদর উপজেলার মাটিডালী উপশাখার সিন্দুক কেটে ২৯ লাখ টাকা লুটের খবর জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
বুধবার রাতের কোনো এক সময় দুইতলা ব্যাংক ভবনটির ছাদের গেইট কেটে এ লুটের ঘটনা ঘটে বলে জানিয়েছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সার্বিক) স্নিগ্ধ আখতার।
বৃহস্পতিবার দুপুরে স্থানীয় ব্যবসায়ী ও ব্যাংকের গ্রাহক মিরাজুল ইসলাম বলেন, “তিন বছর ধরে এখানে ব্যাংকটি তাদের কার্যক্রম পরিচালনা করছে। দুঃখের বিষয় হল, এই শাখার নিরাপত্তা ব্যবস্থা তেমন জোরদার ছিল না।
“রাতে কোনো নিরাপত্তা প্রহরীও থাকত না। সকালে গিয়ে জানতে পারি, রাতে নাকি ব্যাংকে চুরি হয়েছে। এ ছাড়া ব্যাংকটির যে এলার্মিং সিস্টেম আছে, সেটিও নাকি রাতে বন্ধ ছিল।”
ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার বলেন, “ব্যাংকের ভেতরের সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করা হচ্ছে। ব্যাংকটির কর্মকর্তারা জানিয়েছেন, তাদের শাখায় গচ্ছিত ২৯ লাখ টাকা খোয়া গেছে।”
ব্যাংকটির এই উপশাখায় চারজন কর্মকর্তা-কর্মচারী কর্মরত আছেন বলে জানিয়েছেন ম্যানেজার ফাহমিদা ফিরোজ।
তিনি বলেন, “উপশখাটির নামে বীমা করা আছে। কোনো টাকা খোয়া গেলে বীমা কোম্পানি সমুদয় অর্থ পরিশোধ করবে। গ্রাহকদের ভাবনার কোনো কারণ নেই।”
“এ উপশাখায় ৪৭ লাখ টাকা পর্যন্ত রাখা হয়েছিল। আগে কখনও সমস্যা হয়নি। তাই নৈশ প্রহরীও রাখা হয়নি। আর ব্যাংকে কোনো সিসি ক্যামেরাও নেই।”
এর আগে ২৬ জানুয়ারি বগুড়ার পল্লীমঙ্গল হাটে এনআরবিসি ব্যাংকের উপশাখার ভল্ট ভেঙে নয় লাখ টাকা চুরির ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।