বিশ্ব ইজতেমায় দুই বৃদ্ধের মৃত্যু

জানাজা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Jan 2023, 06:28 PM
Updated : 12 Jan 2023, 06:28 PM

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরের বিশ্ব ইজতেমায় দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ময়দানে তাদের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ব ইজতেমার আয়োজক কমিটির সদস্য প্রকৌশলী আব্দুন নূর।

দুই বৃদ্ধ হলেন- গাজীপুর শহরের ভুরুলিয়া এলাকার বাসিন্দা আবু তৈয়ব ওরফে আবু তালেব (৯০) এবং সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরের হেমুবটে পাড়ার মো. ফজলুল হকের ছেলে মো. নুরুল হক (৬৩)।

প্রকৌশলী আব্দুন নূর জানান, বার্ধক্যজনিত কারণে সকাল ১০টার দিকে মারা গেছেন তাবলিগ জামাতের গাজীপুর মারকাজের সুরা সদস্য তৈয়ব। আর নুরুল হক ভুগছিলেন অ্যাজমা রোগে।

সকালে ইজতেমা ময়দানের ৬২ নম্বর খিত্তায় অবস্থানকালে নুরুল হকের শ্বাসকষ্ট দেখা দেয় এবং কিছু সময়ের মধ্যেই তিনি মারা যান।

জানাজা শেষে লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান প্রকৌশলী আব্দুন নূর।