কৃষকরা কাজ করতে গিয়ে মেহগনি বাগানে মোটরসাইকেলসহ আগুনে পোড়া সবুজের মরদেহ দেখতে পান।
Published : 13 Nov 2024, 02:32 PM
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় এক মোটরসাইকেল ব্যবসায়ীকে মোটরসাইকেলসহ পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার সকালে উপজেলার ফরিদপুর ও বেলগাছি গ্রামের মাঠের একটি মেহগনি বাগান থেকে ওই ব্যবসায়ীর ভস্মীভূত মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান
নিহত সুজন আলী সবুজ (২৩) আলমডাঙ্গা উপজেলার বাদেমাজু গ্রামের জয়নাল হোসেনের ছেলে। তিনি পুরাতন মোটরসাইকেল বেচাকেনার ব্যবসা করতেন।
স্থানীয়দের বরাতে ওসি মাসুদুর রহমান বলেন, সকালে ফরিদপুর-বেলগাছি গ্রামের কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে মেহগনি বাগানে মোটরসাইকেলসহ আগুনে পোড়া সবুজের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে পোড়া মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার করে।
ওসি জানান, এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।