আমাল ভুঁইয়া নরসিংদীর শিবপুর উপজেলা আওয়ামী লীগের সহপ্রচার সম্পাদক।
Published : 16 Nov 2023, 07:23 PM
নরসিংদীর শিবপুর উপজেলায় জাতীয় নির্বাচনের তফসিল পরবর্তী আওয়ামী লীগের আনন্দ মিছিলে এসে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মিছিলে স্লোগান দিতে দিতেই হৃদরোগে আক্রান্ত হন আমাল ভুঁইয়া; পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আমাল (৪৩) উপজেলা আওয়ামী লীগের সহপ্রচার সম্পাদক এবং সদর ডাকবাংলো এলাকার ফাইজুদ্দিনের ছেলে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম ভুঁইয়া রাখিল সাংবাদিকদের বলেন, “আনন্দ মিছিলটি শিবপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে কলেজ গেইট এলাকায় পৌঁছালে হঠাৎ করেই বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন আমাল। তিনি মিছিলে ঠিক আমার পেছনেই ছিলেন।
“বিষয়টি বুঝতে পেরে মিছিলে থাকা নেতাকর্মী দিয়ে তাকে প্রথমে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে সেখান থেকে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শামসুল আলম ভুঁইয়া রাখিল বলেন, “আনন্দ মিছিলে আর আনন্দ রইল না, বেদনায় পরিণত হল। আওয়ামী লীগের আনন্দ মিছিলে তার মৃত্যুর বিষয়টা মানতে কষ্ট হচ্ছে।”