রাজধানীর নিকুঞ্জ এলাকার ওমর ইবনে খাত্তাব মাদরাসার অধ্যক্ষ মোয়াজ বিন নূরকে গত শুক্রবার ভোরে পুলিশ গ্রেপ্তার করে।
Published : 22 Dec 2024, 05:16 PM
গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার ময়দান নিয়ে সংঘর্ষে হতাহতের ঘটনায় মাওলানা সাদ কান্ধলভীর অনুসারী মোয়াজ বিন নূরের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
রোববার সকালে গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আলমগীর আল মামুন তার রিমান্ড মঞ্জুর করেন বলে জানিয়েছেন টঙ্গী পশ্চিম থানার ওসি ও মামলার তদন্তকারী কর্মকর্তা ইস্কান্দার হাবিবুর রহমান।
মোয়াজ বিন নূর (৪০) ঢাকার উত্তরা ৭ নম্বর সেক্টরের নূর মোহাম্মদের ছেলে। তিনি তাবলীগ জামাতের সাথী এবং মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের মুখপাত্র।
রাজধানীর নিকুঞ্জ এলাকার ওমর ইবনে খাত্তাব মাদরাসার অধ্যক্ষ মোয়াজ বিন নূরকে গত শুক্রবার ভোরে পুলিশ গ্রেপ্তার করে।
ওসি ইস্কান্দার হাবিবুর রহমান জানান, গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে গত ১৮ ডিসেম্বর রাতে বিবদমান দুপক্ষের হামলা-সংঘর্ষে তিন জন নিহত হন।
এ ঘটনায় মাওলানা জুবায়েরের অনুসারী এস এম আলম হোসেন বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় মামলা করেন।
মামলায় মাওলানা সাদের ২৯ জন অনুসারীর নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও কয়েকশ জনকে আসামি করা হয়েছে। ওই মামলার পাঁচ নম্বর আসামি মোয়াজ বিন নূর।
ওসি আরও বলেন, শুক্রবার গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করা হলে রোববার রিমান্ড শুনানির দিন ধার্য করেছিলেন আদালত।
পরে রোববার সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মোয়াজ বিন নূরকে আদালতে হাজির করে। এ সময় পুলিশের পক্ষ থেকে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়।
তবে আদালতে শুনানি শেষে বিচারক তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলে জানান ওসি।
পুরানো খবর
মাওলানা সাদের অনুসারী মোয়াজ বিন নূর গ্রেপ্তার
ইজতেমা মাঠে নিহত: জোবায়েরপন্থিদের মামলায় আসামি কয়েকশ
টঙ্গীতে সংঘর্ষ: নিহতের সংখ্যা আসলে কত?
ফাঁকা ইজতেমা ময়দান প্রশাসনের নিয়ন্ত্রণে
খালি হচ্ছে ইজতেমার মাঠ, নিরাপত্তা জোরদার