সকালে শিশুটি উঠানে খেলার এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরে পড়ে যায় বলে জানান স্বজনরা।
Published : 30 Dec 2024, 09:26 PM
সিলেটের বিশ্বনাথ উপজেলায় নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে ১৮ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে উপজেলার রামধানা কাড়ারপাড় গ্রামের প্রয়াত রইছ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানান শিশুটির মামা আক্তার আহমদ শাহেদ।
নিহত আয়শা সিদ্দিকা আয়না উপজেলার রামধানা-দক্ষিণপাড়া গ্রামের সেবুল আহমদ ও শিরিন সুলতানা সুমি দম্পতির মেয়ে।
আক্তার আহমদ সাংবাদিকদের জানান, সকালে আয়শা উঠানে খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। তার সঙ্গে থাকা আরেক শিশু বাড়িতে এসে আয়শার পুকুরে পড়ে যাওয়ার খবর দেয়।
তাৎক্ষণিক তাকে উদ্ধার করে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
আয়শার মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। ছয় মাস আগে হঠাৎ অসুস্থ হয়ে আয়শার বাবা সেবুল আহমদ মারা গেছেন।
পানিতে ডুবে শিশু মৃত্যুর কোনও খবর পুলিশ পায়নি বলে জানান বিশ্বনাথ থানার ওসি রুবেল মিয়া।