“ময়নাতদন্তের পর জানা যাবে, তাদের খাদ্যে বিষাক্ত কিছু ছিল কি-না।”
Published : 14 Nov 2024, 07:58 PM
খুলনার রূপসা উপজেলায় বাজার থেকে কিনে আনা ফল খেয়ে অসুস্থ হওয়ার পর হাসপাতালে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় বলে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সুহাস রঞ্জন হালদার জানান।
মৃতরা হল- রূপসা উপজেলার শ্রীফলতলা চন্দনশ্রী এলাকার বাসিন্দা মাসুদ রানার মেয়ে ইরানী (৫) ও ছেলে মো. আব্দুল গণি (৪)।
মৃতদের পরিবারের বরাতে রূপসা থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, “বুধবার রাতে ওই দুই শিশুর বাবা কিছু আপেল কিনে বাড়ি যান। রাতে খাওয়ার পর দুই ভাই-বোন সেই আপেল খায়। এর কিছুক্ষণ পর তারা অসুস্থ হয়ে পড়লে তাদের স্থানীয় একটি চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়।
“সেখানে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাদের প্রথমে খুলনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।”
ভাই-বোনের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।
মৃত্যুর কারণ জানতে চাইলে আরএমও সুহাস বলেন, “ময়নাতদন্তের পর জানা যাবে, তাদের খাদ্যে বিষাক্ত কিছু ছিল কি-না।”