আহত ওই বৃদ্ধ মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতির আত্মীয়।
Published : 15 Mar 2025, 12:45 PM
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ৭০০ বছরের পুরোনো শাহী মাচাইন মসজিদ ও শাহ রুস্তম বোগদাদী (রহ.) এর মাজার কমিটি নিয়ে দ্বন্দ্বে এক বৃদ্ধকে মারধরের অভিযোগ উঠেছে।
শুক্রবার জুমার নামাজের পর এ ঘটনা ঘটে বলে জানান হরিরামপুর থানা ওসি মুহাম্মদ মুমিন খান।
আহত সাত্তার চৌধুরী (৭০) উপজেলার মাচাইন গ্রামের প্রয়াত জলিল উদ্দীন চৌধুরীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতি শুক্রবার বিভিন্ন এলাকার লোকজন শাহ রুস্তম বোগদাদী (রহ.) মাজারে মানতের মুরগি, হাঁস, ছাগল, গরু ও দুধ দিয়ে থাকেন। এ ছাড়া এখানে অনেকেই বাচ্চাদের মুখে ভাত (শিন্নি মুখে) দিয়ে থাকেন।
ঘটনার দিন নামাজের পর সাত্তার চৌধুরীসহ কয়েকজন শিন্নি খাচ্ছিলেন। এ সময় স্থানীয় কাজী শাকিল মাজারের উপর থেকে সাত্তার চৌধুরীকে মারধর করে নিচে ফেলে দেন। পরে তাকে কিলঘুসি মারেন।
এ সময় সেখানে বাল্লা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী রেজা ও সাবেক ইউপি সদস্য শাহজাহান আলী উপস্থিত ছিলেন বলে জানান স্থানীয়রা।
আহত সাত্তার চৌধুরী অভিযোগ, হামলাকারী কাজী শাকিল বাল্লা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী রেজার আত্মীয়।
বাল্লা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মাজার কমিটির সদস্য কাজী রেজা বলেন, সাত্তার চৌধুরী আওয়ামী লীগের নেতা। তিনি মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রানা চৌধুরীর আত্মীয়।
“আওয়ামী লীগের দোসররা মাচাইন মসজিদ ও মাজার এতোদিন ধরে দখল করে খাচ্ছে। মানতের মুরগি, হাঁস, ছাগল, গরু ও দুধ বিক্রির অর্থ কিছু মসজিদের ফান্ডে দিয়ে বাকিটা চুরি করে খেতের তারা। স্থানীয়দের সঙ্গে নিয়ে তাদের মাজার থেকে বের করে দেওয়া হয়েছে।”
মারধরের বিষয়ে উপজেলা বিএনপির সদস্য কাজী রেজা বলেন, “ওই বৃদ্ধকে মারধর করা হয়নি। ধাক্কা-ধাক্কির ঘটনা ঘটেছে।”
মাজারে কাউকে মারধর করা হয়নি জানিয়ে সাবেক ইউপি সদস্য শাহজাহান আলী বলেন, নতুন করে ওই মসজিদ ও মাজারের কমিটি গঠন করা হবে।
মারধরের বিষয়ে কথা বলতে কাজী শাকিলের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।
ওসি মুহাম্মদ মুমিন খান বলেন, ঘটনাটি শুনেছেন তিনি। তবে কোনও অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া কথা বলেছেন তিনি।
মাজার কমিটির সভাপতি ও হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কোহিনুর আক্তার বলেন, মাজারে মারধরের বিষয়ে তিনি কিছু জানেন না। খোঁজ নিয়ে দেখবেন বলে জানিয়েছেন।