গরু নিয়ে পাশের হাটে যাওয়ার পথে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ওই ব্যবসায়ী নিচে চাপা পড়েন বলে জানায় পুলিশ।
Published : 02 Nov 2024, 03:47 PM
নওগাঁর আত্রাই উপজেলায় গরুবোঝাই একটি শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি উল্টে চাপা পড়ে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
শনিবার সকাল ১০টার দিকে উপজেলার বজ্রপুর তাতিপুকুর সেতু এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান আত্রাই থানার ওসি মো. সাহাবুদ্দিন।
নিহত রেজাউল ইসলাম (৪২) বজ্রপুর গ্রামের কিয়ামত আলীর ছেলে।
ওসি সাহাবুদ্দিন জানান, রেজাউল ইসলাম গরু কেনা-বেচার ব্যবসা করতেন। শনিবার সকালে ভটভটিতে করে গরু নিয়ে পাশের হাটে যাওয়ার পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে রেজাউল ভটভটির নিচে চাপা পড়ে বুকে ও পিঠে আঘাত পান।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান বলে জানান তিনি।
এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি বলে জানান ওসি সাহাবুদ্দিন।