২০১৪ সালের ২৩ মার্চ আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচন চলাকালে ভোটকেন্দ্রে গুলিতে নিহত হন আব্দুল হাদিস।
Published : 15 Sep 2024, 11:28 PM
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ভোটকেন্দ্রে গুলিতে এক ব্যক্তি নিহতের ঘটনায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ নয়জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।
রোববার ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলার আবেদন করেন নিহত আব্দুল হাদিসের (৪৫) ভাই বাহার মিয়া। বিচারক আফরিন আহমেদ হ্যাপি মামলাটি নথিভুক্ত করার জন্য আখাউড়া থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
বাদী পক্ষের আইনজীবী নুরুজ্জামান লস্কর বলেন, দ্রুত বিচার আইনে মামলার আবেদন করা হয়। মামলায় অজ্ঞাত আরও ১০০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।
উল্লেখযোগ্য আসামিরা হলেন- আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা, বিজিবির ১২ ব্যাটালিয়ানের তৎকালীন ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এরশাদ, আখাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম ভূইয়া, আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ফোরকান আহমেদ খলিফা।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৪ সালের ২৩ মার্চ আখাউড়া উপজেলা পরিষদের নির্বাচনে আবুল কাশেম আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ছিলেন। ভোটগ্রহণ চলাকালে হাদিস মিয়া একটি ভোটকেন্দ্রের প্রায় ৩০০ গজ দূরে অবস্থান করছিলেন। পরে ভোটকেন্দ্রের কাছাকাছি বিএনপির কর্মী-সমর্থকদের অবস্থানের বিষয়টি মামলার আসামিরা সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও তাকজিল খলিফাকে মোবাইল ফোনে জানান।
আনিসুল হক ও তাকজিল খলিফা সেসময় হাদিসসহ অন্যদের দেখামাত্রই গুলি করার জন্য নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে গুলি হয়। এতে বুকের ডান পাশে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান হাদিস মিয়া।