শিশু দুটি মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল বলে স্থানীয়রা জানান।
Published : 25 Aug 2024, 06:50 PM
কুমিল্লার তিতাস উপজেলায় বন্যার পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে উপজেলার বাগাইরামপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুল হক জানান।
মৃত আয়েশা আক্তার (১০) বাগাইরামপুর গ্রামের মনির হোসেনের ও সামিয়া আক্তার একই গ্রামের মোক্তার হোসেনের মেয়ে (৯)।
সম্পর্কে চাচাতো বোন আয়েশা-সামিয়া স্থানীয় নয়াকান্দি ইসহাকিয়া সহিনিয়া দারুল কোরআর মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
স্বজনদের বরাত দিয়ে স্থানীয়রা জানান, শিশু দুটি সকালে রাস্তা দিয়ে হাঁটুপানি মাড়িয়ে মাদ্রাসায় যায়। দুপুরে ওই রাস্তায় বন্যার পানি বেড়ে গিয়ে প্রবল স্রোতের সৃষ্টি হয়। ওই পথেই কোমর পানি ভেঙে মাদ্রাসার অন্য শিক্ষার্থীদের সঙ্গে শিশু দুটি বাড়ি ফিরছিল। এক পর্যায়ে স্রোতের তোরে আয়েশা ও সামিয়া পানিতে তলিয়ে যায়। এ সময় সঙ্গে থাকা অন্য শিক্ষার্থীদের চিৎকারে স্থানীয়রা গিয়ে উদ্ধারের চেষ্টা চালায়।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে যান। তারা দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে শিশু দুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ইউপি সদস্য আব্দুল হক বলেন, “এ বন্যাকবলিত এলাকায় মাদ্রাসা খোলা রাখা ঠিক হয়নি। যেহেতু রাস্তা ডুবে সকালে হাঁটু পানি ও দুপুরে কোমর পানি ও প্রবল স্রোত, তাই মাদ্রাসা কর্তৃপক্ষ ও অভিভাবকদের সচেতন হওয়া প্রয়োজন ছিল।“