শিক্ষার্থীদের নিজ নিজ আবাসিক হলের অফিস কক্ষ থেকেই এ সনদ সংগ্রহ করা যাবে।
Published : 07 Jan 2025, 01:22 PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক বা স্নাতকোত্তরে চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশের ৭ কার্যদিবস পর সাময়িক সনদ নিতে পারবেন উত্তীর্ণ শিক্ষার্থীরা।
নিজ নিজ আবাসিক হলের অফিস কক্ষ থেকেই এ সনদ সংগ্রহ করা যাবে, ফলে আগের থেকে সহজে ও দ্রুততম সময়ে শিক্ষার্থীরা সনদ নিতে পারবেন বলে জানিয়েছেন জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর আখতার হোসেন মজুমদার।
সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের মাধ্যমে শিক্ষার্থীদের প্রদত্ত সেবাসমূহ সংস্কার ও সহজতর করার জন্য গঠিত কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সাময়িক সনদ পেতে শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষার ফরম পূরণের সময় প্রযোজ্য ফি জমা নেওয়া হবে। ২০২৩ সালের স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলেও জানান হয় বিজ্ঞপ্তিতে।
এ বিষয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রশাসনের সাময়িক সনদপ্রদান নিয়ে এই ধরনের সিদ্ধান্ত আসলেই প্রশংসনীয়।
“আগে যেখানে এ ব্যাপারে বড় ভাই-আপুদের দেখেছি কখনো হল, কখনো প্রশাসনিক ভবনে দৌঁড়াতে। এমনকি অনেকদিন লাগতো সেটি করতে। তা এখন নিজের হলেই পাওয়া যাবে,তাও মাত্র ফলাফল প্রকাশের ৭ দিন পর থেকেই।”
“অবশ্যই এ সিদ্ধান্ত শিক্ষার্থীদের সময় ও অর্থ দুইই সাশ্রয়ী করবে বলে মনে করি” -আরও বলেন এ শিক্ষার্থী।