২ এপ্রিল রাস্তায় মাটি কাটা নিয়ে দুই পক্ষের লোকজনের সংঘর্ষে ওই ব্যক্তি আহত হয়েছিলেন বলে জানায় পুলিশ।
Published : 13 Apr 2025, 03:51 PM
নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে আহতের ১১ দিন পর এক ব্যক্তি মারা গেছেন।
রোববার ভোর ৫টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান খালিয়াজুরী থানার ওসি মো. মকবুল হোসেন।
নিহত মো. আব্দুস সালাম (৫৫) উপজেলার পাঁচহাট গ্রামের বাসিন্দা ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ২ এপ্রিল উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট গ্রামে রাস্তায় মাটি কাটা নিয়ে আলী জাহান চৌধুরীর সঙ্গে একই গ্রামের শরিফ মিয়ার লোকজনের বিরোধ দেখা দেয়।
এক পর্যায়ে দুই পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষে অন্তত ৪০ জন আহত হন।
আহতদের মধ্যে আব্দুস সালামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তিনি মারা যান।
ওসি মকবুল হোসেন বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাশের ময়নাতদন্ত করা হবে। এ ঘটনায় নিহতের স্বজনদের অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা করা হবে।