বক্তারা বলেন, খেলাধূলা ও বিনোদন নারীদের একটি মৌলিক অধিকার। এই অধিকারকে এক শ্রেণির মানুষ হামলা ও ভাঙচুরের মাধ্যমে বাঁধার সৃষ্টি করেছেন।
Published : 05 Feb 2025, 07:01 PM
দিনাজপুরের হাকিমপুর ও জয়পুরহাটে নারীদের ফুটবল খেলায় হামলা ও ভাঙচুরের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
বুধবার দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চাকেন্দা খানপাড়া এলাকায় বেসরকারি সংস্থা মহিদেব যুব সমাজকল্যাণ সমিতির উদ্যোগে এ কর্মসূচি হয়।
এ সময় বক্তব্য দেন জেন্ডার সমতা ও জলবায়ু জোট কমিটির সভাপতি সাংবাদিক শফি খান, সাংবাদিক তৌহিদুল ইসলাম বকসী ঠান্ডা, এনজিও কর্মকর্তা লুৎফর রহমান, রত্না রানী, যাত্রাপুর বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শেখ মো. কাশেম আলী, সহকারী শিক্ষক রতন চন্দ্র, শিক্ষার্থী জেনী আক্তার, খাঁনপাড়া নারীদলের সভাপতি নিবালা রানী, যাত্রাপুর ইউনিয়ন ক্লাইমেট অ্যাকশন গ্রুপের সভাপতি মো. আবুল হোসেন।
বক্তারা বলেন, খেলাধূলা ও বিনোদন নারীদের একটি মৌলিক অধিকার। এই অধিকারকে এক শ্রেণির মানুষ হামলা ও ভাঙচুরের মাধ্যমে বাঁধার সৃষ্টি করেছেন। এতে নারীদেরকে পিছনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।
খেলাধূলা, বিনোদনসহ মুক্তচিন্তার ক্ষেত্রে নারীর বিকাশ ও উন্নয়নে সবার ইতিবাচক দৃষ্টিভঙ্গি দরকার। যার মাধ্যমে নারী, নারীর পরিবার ও দেশ উন্নতির দিকে ধাবিত হবে। যারা নারীদের উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।