উপজেলার আলাদা দুটি এলাকায় ঘটনা দুটি ঘটে বলে জানায় ফায়ার সার্ভিস।
Published : 26 Aug 2024, 10:51 PM
কুমিল্লার বুড়িচংয়ে বন্যার পানিতে তলিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে বুড়িচং উপজেলা সদর ও পশ্চিম সিংহ এলাকায় পৃথক ঘটনা দুটি ঘটে বলে জানান বুড়িচং ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আতাউর রহমান।
নিহতরা হল- উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের পশ্চিম সিংহ দক্ষিণপাড়া ফকিরবাড়ি গ্রামের আল আমিনের ছেলে মো. ইব্রাহিম (৪) এবং উপজেলা সদরের আরাগ আনন্দপুর গ্রামের নুরুল আমিনের ছেলে হাসিবুল ইসলাম (১০)।
স্থানীয়রা জানান, সোমবার দুপুরে আরাগ আনন্দপুর গ্রামের নুরুল আমিনের ছেলে হাসিবুল ইসলাম বাড়ির পাশে বুড়িচং মডেল উচ্চবিদ্যালয় সংলগ্ন খালের পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন তাকেসহ সোহাগ (১১) নামে অন্য এক শিশুকে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক হাসিবকে মৃত ঘোষণা করেন। সোহাগ আহত অবস্থায় সেখানে ভর্তি আছে।
এদিকে, পশ্চিম সিংহ দক্ষিণপাড়া ফকিরবাড়ি গ্রামের আল আমিনের ছেলে মো. ইব্রাহিম বেলা ১১টার দিকে বাড়ির পাশে জলাশয়ের কাছাকাছি ছিল। এ সময় বন্যার পানির স্রোতের সঙ্গে সে পাশের একটি ডোবায় তলিয়ে যায়।
স্থানীয়রা অনেকক্ষণ খোঁজাখুঁজির পর মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।