নাফ নদীতে মাদকসহ ৩ রোহিঙ্গা গ্রেপ্তার

উদ্ধার হওয়া আইস ও ইয়াবার আনুমানিক মূল্য সাড়ে ছয় কোটি টাকা বলে বিজিবি জানিয়েছে।

টেকনাফ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 March 2023, 01:36 PM
Updated : 14 March 2023, 01:36 PM

কক্সবাজারে টেকনাফে নাফ নদী থেকে এক কেজি ২৯৪ গ্রাম আইস ও ১০ হাজার ইয়াবাসহ তিন রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের একজন মিয়ানমারের নাগরিক বলে বিজিবি জানিয়েছে।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

গ্রেপ্তাররা হলেন- টেকনাফের উখিয়ার কুতুপালং ৩ নম্বর ক্যাম্পের মো. সাকের (২২), বালুখালী ১২ নম্বর ক্যাম্পের মো. জাবের (১৯) ও মিয়ানমারের মংডু জেলার সিকদার পাড়ার মো. ইউনুস (২৩)।

শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, মঙ্গলবার ভোর রাতে দমদমিয়া বিওপির জালিয়ার দ্বীপ সংলগ্ন নাফ নদী দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার  থেকে বাংলাদেশে পাচার হতে পারে বলে খবর পাওয়া যায়। এরপর ব্যাটালিয়নের সদর এবং দমদমিয়া বিওপি থেকে দুটি টহল দল নাফ নদীতে অবস্থান নেয়।

“এ সময় কয়েকজন লোক দুটি নৌকাসহ শূন্য রেখা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করতেই বিজিবির টহল দল তাদের আটক করে।”

তিনি আরও বলেন, তাদের স্বীকারোক্তিতে নৌকার পাটাতনে একটি প্লাস্টিকের ব্যাগ থেকে এক কেজি ২৯৪ গ্রাম আইস ও ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এসব মাদকের আনুমানিক মূল্য সাড়ে ছয় কোটি টাকা।

অভিযানে তাদের দুটি নৌকাও জব্দ করা হয়েছে বলে এই বিজিবি কর্মকর্তা জানান।

তাদের বিরুদ্ধে মাদক বহন ও পাচার মামলা করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।