নির্বাচনি এলাকা গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের বড়ফা মোল্লা পাড়া মাঠে অনুষ্ঠিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।
Published : 21 Dec 2023, 08:32 PM
বিএনপি যদি নির্বাচন প্রতিহত করার নামে সন্ত্রাস, নৈরাজ্য, গাড়িতে অগ্নিসংযোগ, মানুষ ও পুলিশ হত্যা করে তাহলে জনগণ তাদেরকে প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
তিনি বলেছেন, “নির্বাচন তার নিজস্ব গতিতে হবে। এবারের নির্বাচন হল স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে আমাদের জনগণের সংগ্রাম। বিএনপির কথা মত গণতন্ত্র চলবে না। সংবিধানে পরিষ্কারভাবে উল্লেখ আছে অনির্বাচিত কোনো সরকার থাকতে পারবে না।
“জনগণের শক্তিই বড় শক্তি। অস্ত্রের শক্তি বড় শক্তি নয়। ওদের রাজনীতি হল মানুষ মারার রাজনীতি। আমরা হত্যার রাজনীতি করব না। জনগণ আমাদের ভোট দিয়ে এমন অবস্থা করে দেবে, বিএনপি নামের রাজনৈতিক দলটি মাওলানা ভাসানীর দলের পরিণতি বরণ করবে”, বলেন শেখ সেলিম।
বৃহস্পতিবার বিকালে নিজের নির্বাচনি এলাকা গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের বড়ফা মোল্লা পাড়া মাঠে অনুষ্ঠিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।
জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম সুপারুল আলম টিকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান মুন্সী আতিয়ার রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সম্পাদক ব্যারিস্টার ফজলে নাঈম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত আলী লেকু, সাধারণ সম্পাদক সিকদার আবু সিদ্দিক, জালালাবাদ ইউপি চেয়ারম্যান এস এম মারুফ রেজ।
শেখ ফজলুল করিম সেলিম বড়ফা মোল্লাপাড়া মাঠে জনসভার মধ্যে দিয়ে নির্বাচনি প্রচার শুরু করেন। দুপুর থেকেই এ জনসভায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে বিভিন্ন বয়সের মানুষ মিছিল সহকারে আসতে শুরু করেন।
জনসভা শুরুর আগেই হাজার-হাজার মানুষের আগমনে জনসভা স্থলটি কানায় কানায় পূর্ণ হয়ে যায়।