৩২০ টন পাথর নিয়ে মেঘনায় ডুবল বাল্কহেড

চার আরোহীকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 August 2022, 11:56 AM
Updated : 14 August 2022, 11:56 AM

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার মেঘনা নদীতে পাথর বোঝাই একটি বাল্কহেড ডুবে গেছে; এ সময় চারজনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার উলানিয়া লঞ্চঘাট সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শফিউল কিঞ্জল জানান।

কোস্ট গার্ড কর্মকর্তা বলেন, ৩২০ টন পাথর নিয়ে সুনামগঞ্জ থেকে ভোলার উদ্দেশে এমভি রায়হান-১১ নামের এক‌টি বাল্কহেড যাচ্ছিল। বৈরী আবহাওয়ায় সেটি ডুবে যায়।

কোস্ট গার্ডের বিসিজি স্টেশন কালীঞ্জের একটি দল চারজন ক্রুকে উদ্ধার করে। একজন আঘাতপ্রাপ্ত হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূরুন নবী বলেন, বৈরী আবহাওয়ায় মেঘনা উত্তাল রয়েছে। বাল্কহেডটি উত্তাল মেঘনায় কাত হয়ে ডুবে যায়।

“উল্টোভাবে থাকা বাল্কহেডটি শনাক্ত করা সম্ভব হলেও উদ্ধারকাজে সময় লাগবে।”