মানিকগঞ্জে মাদকসহ গ্রেপ্তার ৪

মাদকসহ গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 March 2023, 05:54 AM
Updated : 5 March 2023, 05:54 AM

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ইয়াবা ও হেরোইনসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার উপজেলার চর দুর্গাপুর ও চর রাজনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তারের কথা জানান জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- চর দুর্গাপুর এলাকার মো. রমজান আলী ওরফে রমজান পাল (৪৮), চর রাজনগর এলাকার মো. নাজমুল হোসেন ওরফে বাকি (৪৫), নিলটেক এলাকার মো. মিরাজুল ইসলাম (৩৪) ও মানিকনগর এলাকার করিম (৩৮)।

ডিবি কর্মকর্তা মোশাররফ বলেন, “এদের মধ্যে রমজানকে ৭০০ ইয়াবাসহ এবং অন্যদের ৪০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।”