“হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
Published : 04 Nov 2024, 10:37 AM
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ব্যাটারিচালিত দুটি অটোরিকশার সংঘর্ষের পর একটি খাদে পড়ে এক তরুণের প্রাণ গেছে।
উপজেলার বলড়া ইউনিয়নের পাটগ্রাম মোড় থেকে ইউপি সড়কে রোববার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে হরিরামপুর থানা ওসি মোহাম্মদ মুমিন খান জানান।
নিহত ২২ বছর বয়সী সাগর হালদার ওই ইউনিয়নের কান্ঠাপাড়া গ্রামের সুনীল হালদারের ছেলে।
সাগরের কাকা তপন হালদার বলেন, তার ভাতিজা মাছ ধরার জন্য অমিত নামের একজনের ব্যাটারিচালিত অটোরিকশায় করে পদ্মা নদীর পাড়ে যাচ্ছিল। পথে আন্ধারমানিক গ্রামের চুন্নু নামের আরেকজনের অটোরিকশার সঙ্গে অমিতের আটোরিকশার সংঘর্ষ হয়। এ সময় সাগরসহ অমিতের আটোরিকশাটি খাদে পড়ে যায়।
“পরে সেখান থেকে সাগরকে উদ্ধার করে প্রথমে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এরপর গুরুতর অবস্থায় তাকে মানিকগঞ্জ মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
বলড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য সমীর বালো বলেন, “সাগরের বাবা সুনীল ক্যান্সারে আক্রান্ত ছিলেন। দুই বছর আগে তিনি মারা গেছেন। এখন সাগরও অটোরিকশার ধাক্কায় নিহত হল। ঘটনাটি দুঃখজনক।”
নিহত সাগরের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে বলে ওসি মোহাম্মদ মুমিন খান জানান।