নেত্রকোণার দুর্গাপুরে ধানক্ষেতের গর্তের পানি থেকে এক বাক প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
দুর্গাপুর থানার এসআই শফিউল্ল্যাহ মির্জা জানান, শনিবার সকালে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ইন্দ্রপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
৩০ বছর বয়সী আব্দুল মালেক উপজেলার ওই গ্রামের আজিজুল রহমানের ছেলে।
এসআই বলেন, “শুক্রবার বিকালে মালেক নিজেদের গরু খুঁজতে বের হন। সন্ধ্যায় তিনি বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন।
“বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও হদিস মেলেনি। সকালে সাড়ে ৯টার দিকে ধানক্ষেতের গর্তের পানিতে মালেকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।”
বাড়ি করার জন্য ভেকু দিয়ে মাটি তোলার জন্য ধানক্ষেতে গর্তটি করা হয়ে হয়েছিলো বলে জানান তিনি।
শফিউল্ল্যাহ বলেন, “গরুর বাছুর খুঁজতে গিয়ে ক্ষেতের আইল দিয়ে যাওয়ার সময় পানি জমাট গর্তে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।”
পরিবারের অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করেছে পুলিশ।