Published : 30 Apr 2025, 05:27 PM
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় অবৈধ বালু পরিবহনের দায়ে এক ট্রাক চালককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার ঝিনাইগাতী-রাংটিয়া সড়কে ঝিনাইগাতী বাজারে অভিযান চালানো হয় বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল জানান।
জরিমানা করা ট্রাক চালক সবুজ মিয়া শেরপুর সদর উপজেলার সাতপাকিয়া গ্রামের বাসিন্দা।
ইউএনও রাসেল বলেন, প্রশাসনের নিষেধাজ্ঞার পরেও কিছু অসাধু ব্যবসায়ী রাতের আধাঁরে বালু উত্তোলন করে বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছিল। বুধবার ভোরে বারোমারী এলাকা থেকে বালুভর্তি একটি ট্রাক ঝিনাইগাতী বাজারের দিকে আসছিল। এমন সংবাদ পেয়ে ঝিনাইগাতী-রাংটিয়া সড়কের ঝিনাইগাতী বাজারে অভিযান চালিয়ে ট্রাক এবং ট্রাকের চালককে আটক করা হয়।
“আটকের পর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সবুজকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই উপজেলা নির্বাহী কর্মকর্তা।