“বশির নামে একটা ছেলে নাশতা আনতে যাওয়ার সময় হঠাৎ একটি লাশটি পড়ে থাকতে দেখে।”
Published : 05 Jul 2024, 12:35 PM
ঝালকাঠির রাজাপুর উপজেলায় একটি ডোবা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার সাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মইনুল হায়দার নিপুর বাড়ির সামনের একটি বাগানের ডোবা থেকে
শুক্রবার সকাল ১০টার দিকে লাশটি উদ্ধারের খবর জানান রাজাপুর থানার ওসি মুহাম্মদ আতাউর রহমান।
মৃত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
ইউপি চেয়ারম্যান সৈয়দ মইনুল হায়দার নিপু বলেন, “সকালে আমার বাড়ির বশির নামে একটা ছেলে নাশতা আনতে যাওয়ার সময় হঠাৎ একটি লাশটি পড়ে থাকতে দেখে আমাকে জানায়।
“পরে আমি গিয়ে দেখে থানায় খবর দিলে রাজাপুর থানা পুলিশ এসে লাশটি উদ্ধার করে।”
ওসি আতাউর রহমান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই যুবককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।”