“আমরা বিএনপির এই বহিষ্কার-বহিষ্কার নাটক করে দায়সারা কর্মকাণ্ড আর দেখতে চাই না। ”
Published : 25 Mar 2025, 06:04 PM
নোয়াখালী হাতিয়া উপজেলার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কর্মসূচিতে হামলাকারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের ‘আল্টিমেটাম’ দিয়েছেন দলটির নেতারা।
মঙ্গলবার বিকালে হাতিয়ার ধানসিঁড়ি রিসোর্টে জাতীয় নাগরিক পার্টি, হাতিয়ার আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ আলটিমেটাম দেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, “সোমবার ইফতার পরবর্তী হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের জাহাজমারা বাজারে এনসিপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ পথসভা করেন।
“শান্তিপূর্ণ পথসভায় হান্নান মাসউদের বক্তব্য চলাকালীন বিএনপির শতাধিক নেতাকর্মী দা রামদা, ইটপাটকেল ও দেশীয় অস্ত্রশস্ত্রসহ উদ্দেশ্য প্রণোদিতভাবে পথসভার দিকে একটি মিছিল নিয়ে আসে। ইতোমধ্যে সিসিটিভি ফুটেজ প্রশাসনকে দেওয়া হয়েছে।”
সেই সিসিটিভি ফুটেজ দেখে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের হুঁশিয়ারি দেন তিনি।
তিনি অভিযোগ করে বলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রকিবুল হাসান রাকিব, জাহাজমারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক প্রার্থী মোহাম্মদ নকিব উদ্দিন, পল্টন থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হিমেল ও হাতিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল্লাহিল নিশান হামলার নেতৃত্ব দেন।
হামলার সঙ্গে যুক্ত ‘বিএনপির ক্যাডারদের’ বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে উল্লেখ করে হাফিজুর রহমান বলেন, “এই সন্ত্রাসীদের প্রায় সবাই বিএনপির রানিং কমিটির নেতাকর্মী। তিন-চার জন বহিষ্কৃত সদস্য ছিল। সুতরাং বহিষ্কৃত নেতাকর্মী বলে বিএনপি এই ন্যাক্কারজনক সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় এড়াতে পারে না।
“আমরা বিএনপির এই বহিষ্কার-বহিষ্কার নাটক করে দায়সারা কর্মকাণ্ড আর দেখতে চাই না। ”
হাফিজুর রহমান আরও বলেন, “গত ৫ আগস্টের পর বিএনপির হাইকমান্ড হাতিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে বহিষ্কার করে তিন মাস পর আবার তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে সদস্যপদ ফিরিয়ে দেয়। সুতরাং আমরা এসব আইওয়াশ সাংগঠনিক বিচার দেখতে চাই না।”
প্রেসব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির সদস্য মোহাম্মদ ইউসুফ, তৌহিদুর রহমান, মোহাম্মদ ইসমাইল ও হামিদুর রহমান।
এর আগে সোমবার সন্ধ্যায় নোয়াখালীর হাতিয়া উপজেলায় জাহাজমারা বাজারে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।
এনসিপির দাবি, বিএনপির ‘হামলায়’ তাদের জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।
অন্যদিকে হাতিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল্লাহিল মজিদ নিশান বলেছেন, সংঘর্ষে তাদেরও ৩০ নেতাকর্মী আহত হয়েছেন।
আগের সংবাদ
হাতিয়ায় বিএনপি ও এনসিপির সংঘর্ষ, হান্নান মাসউদ আহত