বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৫ অগাস্ট ফিরোজ কারাগার থেকে পালিয়ে যান বলে জানায় র্যাব।
Published : 16 Sep 2024, 11:57 PM
শেরপুর জেলা কারাগার থেকে পালানো ৩০ বছরের সাজার এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার রাতে শ্রীবরদী উপজেলার কলাকান্দা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. আব্দুর রাজ্জাক।
গ্রেপ্তার ফিরোজ মিয়া উপজেলার কলাকান্দা এলাকার ফটো মিয়ার ছেলে।
সোমবার দুপুরে র্যাব থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৫ অগাস্ট বিকাল ৪টার দিকে শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার দুষ্কৃতকারী আক্রমণ করে ভাঙচুর চালায়।
এ সময় হামলাকারীরা কারাগারে আটক পাঁচ শতাধিক বন্দীকে পালাতে সহায়তা করেন। পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে ফিরোজ মিয়া ছিলেন।
এ ঘটনার পর জেল পলাতকদের ধরতে অভিযানে নামে র্যাব। এরই ধারাবাহিকতায় রোববার গভীর রাতে অভিযান চালিয়ে ফিরোজ মিয়াকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার দিন ফিরোজ অন্য কয়েদীদের সঙ্গে কৌশলে কারাগার থেকে পালিয়ে যান এবং পরে বিভিন্ন জেলায় আত্মগোপনে ছিলেন বলে র্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গ্রেপ্তারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে শ্রীবরদী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে জানায় র্যাব।