‘হামলায়’ আহত বিএনপি নেতা শাহজাহান খান মারা গেছেন

বড় মসজিদ সংলগ্ন পুরান আদালত মাঠে মঙ্গলবার তার জানাজা অনুষ্ঠিত হবে।

পটুয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2022, 08:40 AM
Updated : 28 Nov 2022, 08:40 AM

বরিশালে বিএনপির গণ সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে হামলার আহত পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান খান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে তার মৃত্যু হয় বলে পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব শ্নেহাংষু সরকার কুট্টি জানান।

মঙ্গলবার সকাল ৯টায় শহরের বড় মসজিদ সংলগ্ন পুরান আদালত মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।

শাহজাহান খান পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

শ্নেহাংষু সরকার কুট্টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৪ নভেম্বর রাতে বরিশালে গণসমাবেশে যোগ দিতে যাওয়ার সময় ক্ষমতাশীন দলের লোকজন তার উপর করে। ওই হামলায় তার কিডনি মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেই থেকেই তিনি চিকিৎসাধীন ছিলেন।

শারীরিক অবস্থার অবনতি হলে গত ২২ তারিখ তাকে ঢাকায় পাঠানো হয়।

শাহজাহান খান পটুয়াখালী রেড ক্রিসেন্ট ইউনিট-এর সাধারণ সম্পাদক ছিলেন; বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

তার মৃত্যুর খবরে জেলা বিএনপি, গলাচিপা উপজেলা ও শহরের সাধারণ মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।