প্রায় দুই ঘণ্টা সড়ক বন্ধ করে রাখায় দুই পাশেই তীব্র যানজট তৈরি হয়।
Published : 04 Nov 2024, 06:56 PM
গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটির) শিক্ষার্থীদের বিক্ষোভে তীব্র যানজটে ভুগেছে মানুষ।
‘বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ’ এর ব্যানারে সোমবার বেলা ১১টায় গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় সড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা।
প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখায় সড়কের দুই পাশে তীব্র যানজট তৈরি হয়।
যাত্রীদের দুর্ভোগ দেখে কিছু সময় যান চলাচলের সুযোগ করে ফের অবরোধ শুরু করে শিক্ষার্থীরা। পরে বেলা একটার দিকে তারা কর্মসূচি সমাপ্তি ঘোষণা করে।
অবরোধকারীদের ৬ দফা দাবি তুলে ধরেছে। এগুলো হল: তাদের জন্য স্বতন্ত্র পরিদপ্তর গঠন, ডিপ্লোমাধারীদের দশম গ্রেড (দ্বিতীয় শ্রেণির গেজেটেড) পদমর্যাদা প্রদান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা অনুযায়ী আনুপাতিক হাড়ে পথ সৃজন পূর্বক দ্রুত নিয়োগের ব্যবস্থা করা, ২০১৩ সালে সালের স্থগিত নিয়োগ পুনরায় চালু করা, গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নবম গ্রেডের পদসৃষ্টি পূর্বক চাকরিজীবীদের আনুপাতিক হারে পদোন্নতির নিয়ম বহাল রেখে স্ট্যান্ডার্ড সেটআপ ও নিয়োগবিধি ও স্বাস্থ্য সুরক্ষা আইনে অন্তর্ভুক্ত করা।
ঢাকা আইএইচটিকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি নামকরণে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা ও সেই বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য সব আইএইচটি সমূহের জন্য মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট শিক্ষকদের স্বতন্ত্র ক্যারিয়ার প্ল্যান গঠন করে বিদ্যমান নিয়োগ বিধি ও অসঙ্গতিপূর্ণ গ্রেড সংশোধন করা, মেডিকেল টেকনোলজি কাউন্সিল গঠনের মাধ্যমে পেশাদার লাইসেন্স প্রদান ও ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন এবং প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়ন করা, বি ফার্মসহ সব অনুষদের বিএসসি ও এমএসসি কোর্স চালু করা এবং স্কলারশিপসহ প্রশিক্ষণ ভাতা চালুও তাদের দাবির মধ্যে আছে।
গাজীপুর আইএইচটির শিক্ষক শিক্ষার্থীদের দাবি, কয়েকযুগ ধরে বৈষম্যের শিকার হয়ে আসছেন মেডিকেল টেকনোলজিস্টরা।
বৈষম্য নিরসন করে দ্রুত দাবি বাস্তবায়ন করা না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা।