শারীরিক অবস্থার অবনতি হলে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
Published : 17 Aug 2023, 12:43 PM
রাজবাড়ীতে সাপের কাটার পর ওঝা ডেকে ঝাড়ফুঁকে সময় অপচয় করে হাসপাতালে নেওয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
বুধবার বিকালে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মহারাজপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানায় বসন্তপুর ইউপির চেয়ারম্যান মো. জাকির হোসেন সরদার।
১৫ বছর বয়সী শেফা খাতুন একই গ্রামের সিরাজুল ইসলাম জমাদারের মেয়ে ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ আকবর আলী মর্জি উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির শিক্ষার্থী।
স্কুলছাত্রীর পরিবারের বরাতে ইউপি চেয়ারম্যান জাকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার বিকালে শেফা বাড়ির সামনের বাথরুম থেকে ঘরে যাওয়ার সময় একটি সাপ তার পায়ে দংশন করে। কিন্তু পরিবারের লোকজন তাকে হাসপাতালে নেওয়ার বদলে স্থানীয় ওঝা দিয়ে ঝাড়ফুঁক করান।
এতে শেফার শারীরিক অবস্থার অবনতি হলে সন্ধ্যা ৭টার দিকে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ইউপি চেয়ারম্যান আক্ষেপ করে বলেন, ডিজিটাল যুগেও মানুষ এত অসচেতন হয় কীভাবে? ঝাড়ফুঁকের কারণেই মেয়েটি মারা গেছে। হয়ত তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে চিকিৎসা দিলে বেঁচে যেতো।
বৃহস্পতিবার সকাল ৯টায় জানাজা শেষে স্কুল শিক্ষার্থীর মরদেহ দাফন করা হয়েছে বলেও জানান ইউপি চেয়ারম্যান।
তবে বসন্তপুর ইউনিয়নের বিট অফিসার রাজবাড়ী সদর থানার এসআই মো. কামরুজ্জামান শিকদার বলেন, সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যুর খবর জানা নেই।