কারা কর্তৃপক্ষ জানায়, ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়ে ৪ ফেব্রুয়ারি থেকে ইকবাল কারাগারে বন্দি ছিলেন।
Published : 11 Feb 2024, 05:49 PM
বগুড়া জেলা কারাগারে ধর্ষণ মামলার আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
জেলা কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন জানান, শনিবার বিকালে কারাগারে বাথরুমে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়।
নিহত ইকবাল হোসেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মুকুন্দপুর গ্রামের বাসিন্দা।
জেল সুপার আনোয়ার বলেন, “বগুড়ার সোনাতলা থানায় স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়ে ৪ ফেব্রুয়ারি থেকে ইকবাল কারাগারে বন্দি ছিলেন।
“শনিবার বিকালে বাথরুমে গলায় লুঙ্গি প্যাঁচানো অবস্থায় ইকবালকে উদ্ধার করা হয়। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ”
জেল সুপার বলেন, “আলামত থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইকবাল আত্মহত্যা করেছেন।”
রোববার বিকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদের উপস্থিতিতে মরদেহ সুরতহাল ও ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।